স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমানে ইয়াবা জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৭শত ৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৩ লাখ ৩১ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্যসমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি সতর্কাবস্থানে রয়েছে। মাদক পাচার নিয়ন্ত্রণে বিজিবির অভিযান চলমান থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply