কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল মো. সালেহ আহমদ। তিনি রবিবার (০৬ এপ্রিল) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষনা দেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশে জুলাই-২৪ গণ অভ্যূথানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ও ড. মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে ইতিবাচক। এ ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়েই বলে দিবে।
মতবিনিময় সভায় কর্ণেল (অবঃ) মো. সালেহ আহমদ আরও বলেন, লেখাপড়া শেষ করে ১৯৭৯ সনের শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান এবং ১৯৮১ সনের জানুয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমী ৭ম দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান ও প্রশিক্ষণ শেষে ১৯৮২ সালের নভেম্বর মাসে কমিশন প্রাপ্ত হই এবং গ্রাজুয়েশন সম্পন্ন করি। নানাবিধ প্রশিক্ষণ এবং পদোন্নতিপ্রাপ্ত হয়ে কর্ণেল পদবীতে ২০১১ সালের ১৩ মে তৎক্ষালীন সরকার আমাকে অবসর প্রদান করে। তিনি বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য, সকল শ্রেণী পেশার মানুষের সেবা করতে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্ণেল মো. সালেহ আহমদ ১৯৬১ সনের ৩রা মার্চ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭৮ সনে মৌলভীবাজার সরকারী কলেজে ডিগ্রী পড়া অবস্থায় চাকুরীতে চলে যান এবং ১৯৭৯ সনের শেষের দিকে সেনাবাহিনীর চাকুরির যাত্রা শুরু করেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সেনাবাহিনীর সার্জেন্ট (অব:) আবুল হোসেন, শাহিন আহমেদ, তৈয়ব আলী, সাবেক কর্পোঃ আসহাব উদ্দিন, মনিরুজ্জামান, (অব:ল্যাঃ কর্পোঃ) রিজভী আহমেদসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply