স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা কেউই পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করিনি। কিন্তু অনেকেই ছাত্রলীগ-যুবলীগে যুক্ত হয়ে নিজেদের চামড়া বাঁচিয়েছে। তারা যেন দেশনায়ক তারেক রহমান সম্পর্কে কোনো কটুক্তি করার সাহস না দেখায়।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্যকালে এসব কথা বলেন। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল ও পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ।
রুমিন ফারহানা আরো বলেন, জনগণের কাছে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগন যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে, সেই প্রধানমন্ত্রী হবে, সেই এমপি হবে। তিনি বলেন, অনেক টালবাহানা করা হয়েছে। আর যেন টালবাহানা না হয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা পারেননি বিএনপিকে দমন করতে। শত শত গুম, হাজার হাজার হত্যা ও লাখ লাখ মামলা দিয়েও বিএনপিকে ঘরে আটকে রাখা যায়নি।’ বিএনপি ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে ও থাকবে। অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply