সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার সন্ধ্যায় সরাইল উপজেলা প্রেসক্লাবে ৩০জন অটোরিক্সা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ করা হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মানবিক ব্যাক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম নিজ উদ্যোগে ৩০ জন হতদরিদ্র অটোরিক্সা চালকদের মাঝে এসব রেইনকোর্ট বিতরণ করেন।
এ উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন মানবিক ব্যাক্তি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ন চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক মুখলেছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যাক্তিত্ব মোঃ রৌশন আলী, সাংবাদিক আব্বাস আলী, আক্তার হোসেন ও রিমন খান প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply