সংবাদ শিরোনাম
সরাইলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ভূমিহীনরা খোলা আকাশের নিচে, চান সরকারি জমিতে আবাসন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু।। পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে অসুস্থতার কারনেই মৃত্যু প্রবর্তক একাডেমির আয়োজনে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সরাইলে প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই” দাবিতে সংবাদ সমেলন সরাইলে ৩০জন অটোরিক্সা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় “কাচ্চি ভাই” রেস্টুরেন্টকে জরিমানা
ভূমিহীনরা খোলা আকাশের নিচে, চান সরকারি জমিতে আবাসন

ভূমিহীনরা খোলা আকাশের নিচে, চান সরকারি জমিতে আবাসন

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীর বাকাকুড়া বাজারে ভূমি অফিস নির্মাণের জন্য সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা হয়েছে অন্তত ১২ ভুমিহীন পরিবারকে। ৩৬ শতাংশের সরকারি খাস জমি থেকে ১৪টি দোকান ও ঘরবাড়ি উচ্ছেদ করায় অর্ধশতাব্দী ধরে বসবাসকারী পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন বসবাস করছেন।
উচ্ছেদকৃত পরিবারগুলোর দাবি, তারা বেশিরভাগই দিনমজুর বা ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তাদের একমাত্র ভরসা ছিল এসব দোকান ও ঘর। উচ্ছেদের সময় প্রায় ৪০ লাখ টাকার মালামাল নষ্টের অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সরকারি জমিতে আবাসন ও জীবকা নির্বাহের ব্যবস্থার দাবি এ ভুমিহীন পরিবারের সদস্যদের।
ভুমিহীন পরিবারের সদস্য শাহজালাল জানান, আমরা ভুমিহীন পরিবার। ছোট থেকেই আমি এখানে বড় হয়েছি। আমার বাপ মা এখানে থাকতো। খাস জমি তো আরও অনেক আছে। কিন্তু আমাদেরটায় ভেঙে দিলো। আমরা এখন সবহারা হয়ে পথে বসে আছি। আমাদের সরকারি জমিতে একটা ব্যবস্থা করুক।
ভুমিহীন সুর্য বানু বলেন, বাবাগো আমরা ভুমিহীন কইরায় তো খাস জমিত থাকি। আমাগর সব কিছু শেষ। সরকার আমাগো থাহার এডা ব্যবস্থা করুক।
খাসজমির ব্যবসায়ী মানিক বলেন, আমরা তো জানতাম না যে সব ভাইঙ্গা দিবো। আমরা কিছু না বোঝার আগে হটাৎ কইরা সব ভাঙা শুরু করছে। আমার দোকানে অনেক মাল ছিলো। সব টান দিতে পারি নাই। অনেক মাল নষ্ট হইছে, অনেক মাল ভেঙেও গেছে। আমরা ব্যবসায়ীরা প্রায় ৪০ লাখ টাকার মালামাল হারিয়েছি।
ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল জানান, উচ্ছেদকৃতরা দীর্ঘদিন খাস জমি দখল করে বসবাস করে আসছিলো। সেখানে ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে সহযোগিতা ও পুনর্বাসন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com