স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের লাল সবুজের প্রিয় চ্যানেল ‘চ্যানেল আই’ এর একুশ বছরে পদার্পন উপলক্ষে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ম্বরে শেষ হয়েছে পাঁচদিনব্যাপী চ্যানেল আই উৎসবের।
মঙ্গলবার (১ অক্টোবর) উৎসবের শেষদিনে চ্যানেল আই এর জন্মদিনের আয়োজনে ছিল লোকনাথ টেংকের পাড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা, জন্মদিনের কেককাটা, পুরস্কার বিতরণী ও যাদু প্রদর্শনী।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, চ্যানেল আই বাংলাদেশের মিডিয়া জগতে একটি বহুমাত্রিক চ্যানেল। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের অর্থনীতি, কৃষি,শিক্ষা, শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করছে চ্যানেল আই। এর সংবাদ পরিবেশনশৈলী ও অনুষ্ঠান-বিন্যাস খুবই সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত। চ্যানেল আই এর দুই কর্ণধার ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ এর নেতৃত্বে দেশপ্রেমিক ও মেধাদীপ্ত প্রজন্ম গড়ে তুলে দেশকে আরো অনেক দুর এগিয়ে নিয়ে যাবে, শুভ জন্মদিনে আমাদের এই প্রত্যাশা।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান মিসেস নায়ার কবির, সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন এর সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীব মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, ওয়ার্কাস পার্টি নেতা কমরেড নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক রতনকান্তি দত্ত, দৈনিক সমতট বার্তা পাঠক ফোরাম সভাপতি হাজী সায়েদুর রহমান সর্দার।
স্বাগত বক্তব্য রাখেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক আছরারুন্নবী মোবারক।
পরে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সবশেষে পরিবেশিত হয় প্রখ্যাত যাদুশিল্পী সেলিম যাদুকর এর মনোজ্ঞ যাদু প্রদর্শনী।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply