আশুগঞ্জ প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন হয়েছে। নির্বাচনে মোঃ মোজাম্মেল হক (দৈনিক নয়া দিগন্ত) সভাপতি ও আল মামুন (বাংলাদেশের খবর) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি (দৈনিক দিনকাল) পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি আবু আব্দুল্লাহ, সহ সভাপতি (দৈনিক ভোরের কাগজ) পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাইফুর রহমান, কোষাধ্যক্ষ (মাই টিভি) আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক।
কার্যকরী সদস্য পদে (দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টিভির জেলা প্রতিনিধি) হাজ্বী শফিকুল ইসলাম ও দৈনিক একুশে আলো পত্রিকার প্রতিনিধি আফসার নিয়াজ।
এদিকে, দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ৩ টি পদে মনোনয়ন পত্র বাতিল হওয়ায় পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুর ইসলাম মিজি। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply