স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গণহত্যা দিবস-২০১৯ উপলক্ষে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) খারঘর গণহত্যাস্থলে শহীদদের কবরে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও জেলা পুলিশের পক্ষে থেকে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ১৯৭১ সালের এই দিনে বর্বর পাক হানাদার বাহিনী নির্মমতার শিকার হয়ে নিহতদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসারগণ। এসময় এলাকার প্রবীন ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত শহীদ পরিবার বর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply