ব্রাহ্মণবাড়িয়ার কীর্তিমান রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সামাজিক সালিশের কিংবদন্তী ব্যক্তিত্ব আলহাজ্ব অ্যাডভােকেট হুমায়ুন কবিরের মৃত্যুতে শােক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী ট্রাস্ট কমিটির সভাপতি শ্রী প্রাণতােষ চৌধুরী।
এক শােক বিবৃতিতে তিনি বলেন, আলহাজ্ব অ্যাডভােকেট হুমায়ূন কবিরের মৃত্যুতে জেলাবাসী যেমন একজন বড়মাপের নেতাকে হারালাে, তেমনি এই জেলার হিন্দু সম্প্রদায় হারালাে অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এক পরম স্বজনকে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় জীবনের শেষদিন পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। আমি তার মৃত্যুতে গভীর শােক জ্ঞাপন করছি। একই সাথে শ্রষ্টার নিকট প্রার্থনা করি তার পারলৌকিক আত্মা যেন শান্তি সৎগতি লাভ করে। তার শােকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply