পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় জেলা শহরের পাইকপাড়া পানির ট্যাঙ্কির সামনে জামে মসজিদ রোডে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, জেলা বিএনপি নেতা রাহিম উদ্দিন লস্কর , জিয়াউদ্দিন মুন্সী আঙ্গুর, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুরুল হক আমিনী, একরামুজ্জামান ফরিদ, প্রভাষক মোশারফ ভুইয়া, জসিম উদ্দিন মেম্বার, কাজী মোঃ খোকন, ছাত্রনেতা ওয়াকি, বীর মুক্তিযোদ্ধা আবরার হোসেন মানিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে জনসাধারণের কাছে সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহবান জানান। অন্যথায় জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। বিএনপি সরকার আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল।
অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরকারি কলেজের সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ।
প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply