আব্দুল হানান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুকের বিরুদ্ধে একই ইউনিয়নের আতুকাড়া গ্রামের বালু ব্যবসায়ী মৃত বাচ্চু মিয়া চৌধুরীর ছেলে রুমান চৌধুরীর ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযােগের সত্যতা পেয়েছে।
জানা গেছে সাবেক চেয়ারম্যান ফারুক ফান্দাউক গরুর বাজারের মাঠ ভরাট করতে রুমান চৌধুরীর প্রায় ১৬ লক্ষ টাকার বালু নিয়ে ১ লক্ষ টাকা পরিশােধ করে বাকী টাকা দেম দিচ্ছি বলে দীর্ঘদিন ঘুরিয়ে পরে অস্বীকার করে। অবশেষে নিরুপায় হয়ে এ বিষয়ে রুমান চৌধুরী গত ১৮ জুলাই ২০১৯ নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযােগ দায়ের করে। ব্যবসায়ীর অভিযােগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে পরপর তিনবার নােটিশ প্রদান করেন। নির্ধারিত তারিখে রুমান চৌধুরী তার সাক্ষী প্রমান নিয়ে উপস্থিত থাকলেও ফারুক ছিলেন অনুপস্থিত।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ্যে ও গােপন তদন্ত কার্যক্রম পরিচালনা করে ফারুকের কাছে ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা পাবে বলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়।
পরবর্তীতে ব্যবসায়ীর টাকা উদ্ধারের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতারক ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এ বিষয়ে গত ২১ অক্টােবর ২০১৯ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উনিঅ/নাসির/১০১২-৯৪১(২) নং স্মারকে জেলাপ্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া বরাবর এক লিখিত প্রতিবেদন দাখিল করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply