স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পৌরসভার পক্ষে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির জেলা শহরের কাউতলীস্থ সৌধ হিরন্ময়ে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ ফুল দিয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে সন্ধ্যায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাসান আরিফ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply