কক্সবাজার প্রতিনিধি//সময়নিউজবিডি
বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র বিচক্ষণ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন আইজিপি ব্যাজের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
আগাামী ৭ জানুয়ারী রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ সদরদপ্তর প্যারেড মাঠে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) মোহাম্মদ ইকবাল হোসাইনকে মূল্যবান এ আইজিপি ব্যাজ পড়িয়ে দেবেন।
বাংলাদেশ পুলিশের সদরদপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে আইজিপি ব্যাজ দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আইজিপি ব্যাজের জন্য মনোনীত হওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টারের সুযোগ্য সন্তান। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে মাদক সন্ত্রাস চাঁদাবাজ এককথায় অপরাধ দমনে ব্যাপক স্বনাম কুড়িয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে জেলাবাসীর অত্যন্ত আপনজন হিসেবে মানুষের মনে ঠাই করে নিয়েছিলেন।
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৫-১০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় পুলিশ সপ্তাহে কক্সবাজারের পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন সহ মোট ৫৯১ জনকে এই আইজিপি পদক প্রদান করা হবে।
প্রসঙ্গত, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ২০১৯ সালের মতো ২০২০ সালের জাতীয় পুলিশ সপ্তাহেও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদকের জন্য দ্বিতীয়বার মনোনীত হয়েছেন। দেশের ৬৪ জন এসপি’র মধ্যে একমাত্র কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সারাদেশে বিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply