স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের পশ্চিম মেড্ডায় নবনির্মিত এ হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে এ হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার শাহ আলম, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ও বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে হার্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন।
উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট (পিপিপির) মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যা বিশিষ্ট এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ১০টি আইসিইউ বেড, ১০টি সিসিইউ বেড ও ৫টি পিসিইউ বেড রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply