মোহাম্মদ মামুন রেজা,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধনি গরিব ভাই ভাই- এক সাথে বাচঁতে চাই এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইতে এক ঝাঁক তরুন যুবকের হাত ধরে গড়ে ওঠে মানব সেবাই নিয়োজিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন “ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থা” তাদের নানানমুখি সামাজিক কাজের গরীবের বন্ধু খ্যাতি পেয়েছে।
ধামরাই থানাধীন চরচৌহাট গ্রামের তরুন যুবক, মানিকগন্জ দেবেন্দ্র কলেজের মেধাবী ছাত্র মোঃ গোলাম রাব্বি হোসেন (সবুজ) স্বপ্ন দেখেন এদেশের অবহেলিত বঞ্চিত মানুষদের নিয়ে কিছু করার৷সেই স্বপ্ন থেকেই গড়ে তুলে ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। এক বছরেই গ্রামের উন্নয়নে ব্যাপক সাড়া ফেলেন সংস্থাটি ৷
গতকাল সংস্থাটির বাৎসরিক সভায় নতুন সেশনের পরিচালনা পরিষদ ও এলাকার মেধাবী শিক্ষিত ব্যক্তিবর্গদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।সংস্থার প্রধান উপদেষ্ট ইন্জিনিয়ার আরিফ সারোয়ার, গোলাম রাব্বি হোসেন সবুজকে সভাপতি ও জানি আলম সৌরভকে সেক্রেটারী করে নতুন সেশনের কমিটি ঘোষনা দেন। কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন- মো মিনহাজ -সহ সভাপতি, আল আমিন (মোল্লা) -যুগ্ন সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ- সাংগঠনিক সম্পাদক, মোসা শিমু আক্তার- কোষাধ্যক্ষ, উমর ফারুক- ত্রাণ বিষয়ক সম্পাদক, আল মাহমুদ (আশাদ) অর্থ সম্পাদক ও রক্ত সরবরাহকারী, আশা আক্তার- ব্লাড হিসাবকারী, রিদয় হাসান-ল্যাইন ম্যান, মোহাম্মদ বিন সাঈম-ধর্ম সম্পাদক, অমিত হাসান-দপ্তর সম্পাদক ও সজিব হোসেন -প্রচার সম্পাদক।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply