ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যােগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যােগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক বিষয়ে কসবা উপজেলার নােয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনসৃম্পক্ততার লক্ষ্যেউঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন। এতে বিশেষ অতিথি ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা গুলশান, কাজী কামরুন্নাহার,শাহনাজ পারভীন, কুহিনুর বেগম, সুমাইয়া সুলতানা, ছালমা আক্তার, শিউলী আক্তার সহ- বিদ্যালয়ের এসএমসি সভাপতি। অনুষ্ঠানে ৫০০ জন নারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply