সংবাদ শিরোনাম
মুজিব বর্ষ এবং ভাষার মাসে বিডি ক্লিন তারুণ্যের শহীদ মিনার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন

মুজিব বর্ষ এবং ভাষার মাসে বিডি ক্লিন তারুণ্যের শহীদ মিনার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন

সময়নিউজবিডি রিপোর্ট   
বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার ৩৩তম সচেতনতা মূলক পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতে ও এই সংগঠনটি বিভিন্ন ভাবে সচেতনতা মূলক পরিচ্ছন্ন কাজ করে যাচ্ছে।

মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে সামনে রেখে বিডি ক্লিনের লাল- সবুজের তারুন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেন। আজ ১৯ ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ৮.০০ – ১১.৩০ টা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চলতে থাকে।এটি তাদের ৩৩ তম পরিচ্ছন্নতা অভিযান।

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফা , পৌর সভার টিম লিডার মোঃ এমরান হোসেন, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ,মেহেদী হাসান, নেহাল ইকরাম ,সাঈম হাসান, বিজয় মল্লিক আমেনা খাতুন, জান্নাত আক্তার,নুরুন্নবী, ইমরান আহমেদ, মেহেদী হাসান কাশ্মীর , ইয়াদ আহমেদ, আল- নাঈম প্রমূখ । এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় সোহান মাহমুদ জানান, বিডি ক্লিন ২০১৬ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ফরিদ উদ্দীনের হাত ধরে মাত্র ২৪ জন সদস্য নিয়ে যাত্রাশুরু করেন। বিভাগ, ও জেলা পর্যায়ে কাজ শুরু করেছিল বর্তমানে উপজেলা পর্যায়ে কাজ শুরু হয়েছে এখন সংগঠনটিতে প্রায় ২০,০০০ এর ও অধিক সেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তাদের লক্ষ তাদের উদ্দেশ্য হচ্ছে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করা সে বিষয়ে মানুষকে সচে তন করা ও ২০২১ সালে বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে তুলা ধরা। বাংলাদেশকে চতুর্থতম নোংরা দেশের কলঙ্ক মোচন করা।তাই পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষে সমগ্র দেশব্যাপী বিডি ক্লিন কাজ করে যাচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com