সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপরাধ ও অপরাধী দমনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর কঠোর নির্দেশনা মোতাবেক জেলার বিজয়নগর থানা পুলিশের অভিযানে মোহাম্মদ উল্লাহ (৫২) নামে ৮টি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর আ.স.ম আতিকুর রহমান, সহকারি উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও রবিউল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের আছমত উল্লাহ মুকসুদ আলীর ছেলে মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। মামলা গুলো হলো – ১) জিআর-৪৭(ক)/০৫ শ্রীমঙ্গল- ১৩(৩) ০৫ (২ বছর এর সাজা প্রাপ্ত) (২) জিআর- ৪৩০ /১১ বিজয়নগর, বিঃ ট্রা-৬৩/১৩, পি-৮৭১/১৫(৩) বিঃক্ষঃ ১০৮/১১, পি-৮৭৬৭/১৫ (৪) বিঃ ক্ষঃ-১০৮/১১ গোপালগঞ্জ-৩৫(৭)১১ পি-২০৬৫ /১৮ (৫) জিআর-১২৬/১৬ আশুগঞ্জ (ক), পি- ৭৪৫/১৯ (৬) বিঃট্রা-৫০/১৮ জিআর-১২৬/১৬ আশুগঞ্জ-৪(৮)১৬ পি-১১৪৪/১৮ (৭) বিশেষ ট্রাইঃ মামলা নং-৭৬/২০১৬ জিআর-১৯/১৬ বিজয়নগর-১৯(১)১৬, পি-১২৫০/১৭ (৮) জিআর-১২৬/১৬ বিশেষ ট্রাইঃ মামলা নং-৫০/ ১৮, পি-৭৮৫/১৯।
এদিকে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ৮টি মামলার মধ্যে ১টি মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply