নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
কাজীগঞ্জ টু ইনাতগঞ্জ বাজার রোডের মধ্যেবর্তি কাজিরগাঁও দশনম্বর এর সেতুটি ভেঙ্গে গিয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিগঞ্জ বাজার হতে ইনাতগঞ্জ সড়ক এর দশনম্বর গ্রামের বকুল এর বাড়ি সংলগ্ন মেয়াদ উত্তির্ন জনিত কারণে সেতুটির মধ্যস্থানে একটি গর্ত হয়ে গিয়েছে। এতে করে যানবাহন চলাচলে ঝুঁকি রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা।ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন সহ হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন।স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, সেতুটি অনেক পুরানো কমজোরি হয়ে গিয়েছে তাই ভেঙ্গে গিয়েছে। কাজিগঞ্জ বাজার থেকে ইনাতগঞ্জ বাজার এই একটি রাস্তা। প্রতিদিন লুকাল বাস, প্রাইভেট কার, ট্রাক,সিএনজি, রিক্সাসহ প্রায় দুই থেকে ৩শত গাড়ি যাতায়াত করতে থাকে এই সেতু দিয়ে। ঝুঁকিপুর্ণ সেতু পুর্ণনির্মানের জন্য স্থানীয় সরকার ও পরিবহন মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছেন স্থানীয় সচেতন সমাজ।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply