মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের চিত্র বর্তমানে পাল্টে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ হাসপাতালে যােগদানের কিছুদিন পর থেকেই এ দৃশ্য দেখা গেছে।
এখন আর নেই কােন দালালের উপদ্রব। প্রত্যেক ষ্টাফের গলায় ঝুলিয়ে দেয়া হয়েছে পরিচয় পত্র। ঝােপ ঝার জঙ্গল আর দুর্গন্ধময় জায়গায় এখন শুভা পাচ্ছে ফুলের বাগান। সরজমিন হাসপাতালে গিয়ে দেখা গেছে এমনই চিত্র।
ডাক্তার নার্স ও ষ্টাফ সংকট নেই এখন ৫০ শয্যা বিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। প্রতিদিন নিরলসভাবে এলাকাবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের দ্বিতীয় তলার পরিত্যাক্ত বারান্দার পশ্চিম দিকে রােগীদের সাথে আসা স্বজনদের বসে খাবার ও পূর্ব দিকে করা হয়েছে নামাজের ব্যবস্থা।
জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন তারিখে ডাঃ অভিজিৎ রায় এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যােগদানের পর থেকে হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বন্ধ কর উনয়ন মুলক কর্মকান্ডের দিকে মনােনীবেশ করেন।
এ বিষয়ে ডাঃ অভিজিৎ রায় সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিনিধিকে বলেন, স্থানীয় সংসদ সদস্য, সিভিল সার্জন ও উপজেলা চেয়ারম্যানের সহযােগিতায় অতি অল্প সময়ের মধ্যে তিনি এ সফলতা অর্জনে সক্ষম হয়েছে বলে দাবী করেন তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply