নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ-আগনা (কুড়ের পাড়) ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর চ্যাম্পিয়ন বানিউন।
গতকাল ১০ মার্চ (মঙ্গলবার) নিজ-আগনা(কু্ড়ের পাড়) ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে বানিউন বনাম বাংলা বাজার ক্রিকেট দল একে অপরের মুখোমুখি হয়।উল্লেখ্য, নিজ-আগনা (কুড়ের পাড়) ক্রিকেট দল এর আয়োজনে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এবং কাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া প্রেমী জনাব জাকির হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া প্রেমী জনাব, সিরাজুল ইসলাম(লন্ডন প্রবাসী) এর যৌথ অর্থায়নে প্রথম পুরস্কার ১০হাজার টাকার প্রাইজ মানি ও দ্বিতীয় পুরস্কার ৫হাজার টাকা প্রাইজ মানি দিয়ে, গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) নিজ-আগনা(কুড়ের পাড়) ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন হয়।টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে।গতকাল মঙ্গলবার ফাইনাল ম্যাচে বানিউন বনাম বাংলা বাজার ক্রিকেট দল মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বানিউন ক্রিকেট দল ১৩৩ রানের টার্গেট দিয়ে ১০ উইকেট এর বিনিময়ে বাংলা বাজার ক্রিকেট দলকে হারিয়ে প্রথম পুরস্কার বিজয়ী হয় বানিউন ক্রিকেট দল ও রানার্সআপ বাংলা বাজার ক্রিকেট দল।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট এর প্রধান অতিথি, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি জনাব আব্দুল খালিক সাহেব।নিজ-আগনা (কুড়ের পাড়) ক্রিকেট টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার বিজয়ীরা হলেন, মারুফ আহমদ ‘ম্যান আব দ্যা ম্যাচ (বানিউন দল)টুর্নামেন্টের সর্বোচ্চ রান ‘মারুফ আহমদ (বানিউন দল)। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, ইমন আহমদ (বানিউন দল)। ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ সারেক (বানিউন দল)।ক্রিকেট টুর্নামেন্ট চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি জনাব আব্দুল খালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাউড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জনাব মুহিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মুরুব্বি জনাব,সামিউর রহমান, সমাজ সেবক আরজু মিয়া, ফারুক আহমেদ শিকদার,কাশেম মিয়াও জাকির হোসেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রেমী জনাব আলফাস উদ্দিন,আলাল মিয়া,মোফাজ্জল হোসেন মায়া,রুবেল আহমদ,জাহান শিকার,রাজু আহমদ,রুবেল শিকদার,নাঈম শিকার, লিকন শিকদার,মোজাহিদ মিয়া, প্রিন্স দুর্জয়(দাদা ভাই),তারেক শিকদার, তোফায়েল,মুতাহির মিয়া, মামুন শিকদার,আব্দুল কাইয়ূম, আরিফ শিকদার,তোফাজ্জল,সোহান,ময়নুল,মুজন ও বদরুজ্জামান সহ আরো অনেক ক্রিকেট প্রেমীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply