জনস্বার্থ বিবেচনা না করে বিদ্যুৎ পানি গ্যাসসহ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যােগে গতকাল ১১ মার্চ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ এর সভাপতিত্বে আয়ােজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সদস্য মোঃ নজরুল ইসলাম, সামসুল আলম, শহর কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন প্রমুখ।
বক্তারা বিদ্যুৎ পানি গ্যাসসহ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির তীব্র প্রতিবাদ করে জনস্বার্থ বিবেচনায় সরকারের এনার্জি রেগুলেটরী কমিশনের প্রতি বিদ্যুৎ পানি গ্যাস এর মূল্য বদ্ধির সিদ্ধান্ত এবং নিত্য প্রয়ােজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতা থেকে ব্যবসায়ীদের সরে আসার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply