বিশেষ প্রতিবেদক, সমযনিউজবিডি টুয়েন্টিফোর
ব্রাহ্মণবাড়িয়ায় খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় পারভীন বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৩ জুন) দুপুর ১২টায় সিভিল সার্জন এর কার্যালয়ের অধীনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।
জেলার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবিরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এষণা পাল।
তদন্ত কমিটিকে প্রসূতি মৃত্যুর অভিযোগসহ অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের সামগ্রিক বিষয়ে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।
উল্লেখ্য, গত শনিবার (০১ জুন) বিকেলে জেলা শহরের মুন্সেফপাড়ার খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরীর ভুল চিকিৎসায় পারভীন বেগম নামে এক প্রসূতি মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply