সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
নিউইয়র্কে করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার শাসনগাঁও গ্রামের বােরহান হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী আমিনা ইদ্রালিব তেশা (৩৮)। এ নিয়ে নিউইয়র্কে করােনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা তিন বাংলাদেশীর মধ্যে তিনি একজন।
পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে ভিজিট ভিসায় আমেরিকায় যান বােরহান হাওলাদার ও তার স্ত্রী আমিনা ইদ্রালিব তেশা। নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড এভিন্যুর পাশটিলারি পার্কের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন তারা। তেশা এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয় নিউইয়র্কের জ্যামাইকা জেনারেল হসপিটালে ভর্তি হন। পরবর্তীতে তার দেহে করােনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
গত ২৩ মার্চ সােমবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘােষণা করেন।জানা যায়, তেশার লাশ দেশে নেওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমােরিয়াল গ্রেভ ইয়ার্ড বাংলাদেশ সােসাইটির কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply