স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে এক ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মেসার্স জিলানী ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।
জানা যায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারনের প্রাদুর্ভাব বাংলাদেশে পড়ার আশঙ্কায় রয়েছে। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকার জনগনের সতর্ক ও সচেতনতা সহ পরিস্কার পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দিয়েছেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ায় হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএসটিআই এর অনুমোদিত সীল বিহীন ও গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছাড়া এক হকার জীবানুনাশক নকল হ্যান্ড স্যানিটাইজার ২৫০ টাকায় বিক্রি করছেন দেখে জুবায়ের খন্দকার নামে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন এতো দামে কেন বিক্রি করা হচ্ছে। তখন ঐ হকার বেশি দামে কিনতে হয়েছে বিধায় সেও বেশি দামে বিক্রি করছেন। পরে কোথায় থেকে কিনে এনেছেন জানতে চাইলে তিনি পৌর এলাকার উত্তর পৈরতলা মেসার্স জিলানী ফার্মেসী থেকে কিনে এনেছেন বলে জানান। পরে জুবায়ের খন্দকার ৯৯৯ কল দিয়ে অভিযোগ করলে তাকে ভোক্তা অধিকারের মোবাইল নাম্বার দিয়ে সেখানে অভিযোগটি জানানোর অনুরোধ করা হয়। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তা অধিকারের সহকারী-পরিচালক মেহেদী হাসানকে ফোন দিলে তিনি সেখানে মোবাইল কোর্টের টিম পাঠায়। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে মেসার্স জিলানী ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিপুল পরিমাণ অবৈধ মেয়াদোত্তীর্ণ নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মাঝে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি করে আসছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় অবৈধ স্যানিটাইজার বিক্রির দায়ে মেসার্স জিলানী ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply