মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ৫০টি পিপিই ও ধামরাই পৌরসভায় ১৫ টি (পার্সোনাল প্রটেকটিভ ইকুয়েভমেন্ট) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান ও চ্যানেল নাইনের এমডি এনায়েতুর রহমান বাপ্পীর ব্যক্তিগত অর্থায়নে করোনার বিস্তার রোধে যথাযথ চিকিৎসা সেব নিশ্চিতের লক্ষ্যে এসব উপকরণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার কাছে হস্তান্তর করেন নাঈমুর রহমান ফারদুন।এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মহলের সভাপতি আমিনুল হাসান গার্নেল, দক্ষিণ পাড়া সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক ডি এইচ শামিম প্রমুখ।
বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান ও চ্যানেল নাইনের এমডি এনায়েতুর রহমান বাপ্পীর পক্ষে নাঈমুর রহমান ফারদুন বলেন, আমরা সবসময় মানুষের পাশে আছি ও থাকব। দেশের এ পরিস্থিতিতে আমাদের সবার উচিৎ করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply