স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নভেল করোনা ভাইরাসের সংক্রমণের ফলে হঠাৎ কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার লোকদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সদর উপজেলার মাছিহাতা মডেল ইউনিয়নের চিনাইর লাখুনিয়া দিঘি আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আটা এবং ১ টি সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর
Leave a Reply