মোহাম্মদ মামুন রেজা , ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত সাখু এর নিজ তহবিল থেকে খেটে খাওয়া দিন মজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ,ডাল ,আলু, পেয়াজ ,আটা, সুজি, বিতরন করেন।
বুধবার (৮ এপ্রিল ) ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ইসলাপুর যুবসংঘ ক্লাবের মাঠ পাঙ্গন হতে নিজ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের কারণে গৃহবন্দী হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় তিনি বলেন,করোনা পরিস্থিতিতে যেন কেউ না খেয়ে দিন না পার করে সেই পরিসরে মানবিক উদ্যোগ নেওয়ার জন্য তিনি সমাজের বড় বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির হোসেন, ধামরাই উপজেলা ছাত্র লীগ মোঃ জাহিদুল ইসলাম, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা মোঃ আসাদ হোসেন, সহ অনেকে অপুস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply