স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কুভিড-১৯ এর প্রাদুর্ভাবে খেটে খাওয়া ছিন্নমূল মানুষজন কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী দুটি পরিবারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়ার পরিবার, সুলতান মিয়ার পরিবারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ টি অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply