নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি
মানুষ মানুষের জন্য, আর মানবতার সেবাই পরম ধর্ম।
করোনা ভাইরাস সংক্রমন রোধে অসহায় দরিদ্র লোকদের মাঝে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মরহুম হাজ্বী মোঃ আলতাব হোসেন চৌধুরী ছেলে মোঃ মোজ্জামেল চৌধুরী (লন্ডন প্রবাসী), মোঃ জাকির হুসেন চৌধুরী ও তাদের পরিবারের পক্ষ থেকে করগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে করগাও,রাজাপুর,জন্তরী ও মিল্লিক ৪টি গ্রামের অসহায় ও দরিদ্র প্রায় ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। রবিবার ১২ এপ্রিল সকাল থেকে ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকারী পরিবারের পক্ষে মোঃ জাকির হুসেন চৌধুরী এবং তার পরিবারের সদস্যগণ যারা দেশের এই ক্রান্তিলগ্নে অত্যন্ত নিভৃতে এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন।এতে গরিব অসহায় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন। এমন মহৎ কর্মে এলাকা বাসীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকারী পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল, এবং তাদের দীর্ঘায়ু কামনা করছেন। সমাজের বৃত্তবান ও ধর্ণাঢ্য ব্যক্তিরা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে দেশের অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলেই মনে করেন সচেতন মহল।“জয় হোক মানবতার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply