স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আইনমন্ত্রীর মা জাহানারা হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। তিনি জানান ঢাকাতেই তাঁর লাশ দাফনের কথা রয়েছে।
এদিকে, বিয়ের কিছুদিন পর ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নূরআমাতুল্লাহ্ রিনা হককে হারান তিনি।
আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। ৫ জানুয়ারি ২০১৪ সালের অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশজাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply