সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) উপজেলার পৃথক পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করেন পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের নয়াদিল গ্রামে নিজ বসতঘর থেকে সালাতুল মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে করে আখাউড়া থানা পুলিশ। সে ঐ গ্রামের প্রবাসী সুলতান মিয়ার ছেলে। অপরদিকে সোমবার বিকেলে একই ইউনিয়নের দরুইন এলাকার গঙ্গাসাগর দীঘি থেকে কামাল মিয়া (৪২) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ। তিনি ঐ গ্রামের নুরু মিয়ার ছেলে। তবে স্থানীয়রা জানিয়েছেন গঙ্গাসাগর দীঘিতে গোসল করতে নেমে নিখোঁজ হন কামাল। পরে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে দীঘিতে জাল পেলে টান দিলে জালে উঠে আসে কামাল মিয়ার মরদেহ।
আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী মরদেহ দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলোর ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply