স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) এ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগী ৪৪ জন ও জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে আইসোলশনে চিকিৎসাধীন ১৪ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন চারজন করোনা আক্রান্ত রোগীর মধ্যে জেলার নবীনগর উপজেলার জাফরপুরে ২ জন, একই উপজেলার লহরিতে ১ জন ও নাসিরনগর উপজেলার কলিকুন্ডায় ১ জন।
জানা গেছে, করোনা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরতদের মধ্যে নাসিরনগরে মালয়েশিয়া প্রবাসী ব্যক্তির স্ত্রী, তাদের দুই মেয়ে এবং দুই দেবর রয়েছেন। বাকীরা হলেন জেলার আখাউড়া উপজেলার চর নারায়ণপুর গ্রামের বাছির মিয়া (৫৫), তার এক মেয়ে (২০) ও এক ছেলের বউ (২০)। তাদেরকে করোনার চিকিৎসা কেন্দ্র বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়েছেন।
এদিকে এর আগে আরো দু’দফায় বক্ষব্যাধি হাসপাতালের থেকে সুস্থ হওয়া আরো ৭জনকে বাড়ি পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনার আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন ও চিকিৎসকসহ আরো দুজন আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের দায়িত্বে থাকা চিকিৎসা নার্সসহ সকলের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট দোয়া চেয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply