সময়নিউজবিডি রিপোর্ট
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, কুয়েত অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানীর এবং কুয়েত – বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফর রহমান এর প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় দশম ধাপে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে মানবিক সাহায্য হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে
বুধবার (০৬ মে) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লুৎফর রহমান ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা মুকাই আলী প্রধান অতিথি হিসেবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়নে করোনা সংকটে অসহায় ও কর্মহীন হয়ে পড়া আট হাজার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান নাছিমা মুকাই আলী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply