স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে সারাদেশে লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়া মানুষদের নগদ আর্থিক সহযোগিতার লক্ষ্যে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার কর্মহীনদের জন্য ৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ মে) নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর হাতে ৯ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply