স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন কর্তৃক কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন প্রধানমন্ত্রীর অনুদানের চেক মাদ্রাসা প্রধানদের হাতে তুলে দেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজোর রহমান ওলিও, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম।
আজ সদর উপজেলাধীন ১৮৭ টি কওমি মাদ্রাসার প্রধানদের নিকট ২৩ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এদিকে এর আগে ১ম দফায় ১৪৩ টি কওমি মাদ্রাসায় ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply