বিজয়নগর প্রতিনিধি, সময়নিউজবিডি
আসন্ন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়ার সমর্থনে উপজেলা যুবলীগ কর্তৃক ইউনিয়ন ভিত্তিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ জুন) বিকেলে পত্তন ইউনিয়নের নোয়াগাও মোড়ে ও সন্ধ্যা সাড়ে ৭টায় চম্পকনগর বাজারে যুবলীগের এ পরামর্শ সভা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক হাজী রাসেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক খোকন, পত্তন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া , চম্পকনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন বলেন, আগামী ১৮ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগের নেতৃত্বে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের ভুল ত্রুটি, মান অভিমান ও দুঃখ কষ্ট ভুলে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে প্রিয় নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সুস্পষ্ট নির্দেশ দলে থেকে দলের বিপক্ষে কেউ কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply