সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৪৩ জনে।
শুক্রবার (০৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ১৮৮ জনের রিপোর্ট আসে। এতে ৩৭ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছেন ৭২ জন ও মারা গেছেন ৪ জন।
সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার আসা ৩৭ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে সদর উপজেলার পৌর শহরের কাজীপাড়ায় ৩ জন, মধ্যপাড়ায় ১ জন, হালদারপাড়ায় ১ জন ও মজলিশপুর ইউনিয়নের মইন্দে ১ জন, নবীনগর উপজেলা সদরের কলেজপাড়ায় ৯ জন, বাংগুরায় ৬ জন ও ভোলাচংয়ে ৪ জন, কসবা উপজেলার বিনাউটিতে ২ জন, কুটিতে ১ জন, শান্তিপাড়ায় ১ জন, শীতলপাড়ায় ১ জন খাড়েরায় ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ১ জন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে থাকা কুমিল্লার ১ জন, আশুগঞ্জ উপজেলার আড়াইসিধায় ১ জন, নাসিরনগরে ডাচ্-বাংল ব্যাংকে কর্মরত ১ জন এবং সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকায় ১ জন ও পানিশ্বরে ১ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply