স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মরণব্যাধি করোনা ভাইরাস (কুভিড-১৯) এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৮ জনের করোনা পজিটিভ এসেছে।
রবিবার (০৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আসা ৫২ টি রিপোর্টের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। করোনা পজিটিভ আসা ৮ জনই হলেন জেলার নবীনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে নবীনগরে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যেতে ও বিশেষ প্রয়োজনে বের হলেও সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply