সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি না মেনে সড়ক মহাসড়কে বেপরােয়া সিএনজি অটােরিকসা ও ইজিবাইক

জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি না মেনে সড়ক মহাসড়কে বেপরােয়া সিএনজি অটােরিকসা ও ইজিবাইক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্দেশনায় এবং কঠাের নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মেনে গত ১ জুন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল শুর হয়েছে। সরকারি নির্দেশনা অনুযাযী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল এবং যাত্রী সংখ্যা কম হওয়ায় বাস মালিকদের লােকসান গুনতে হচ্ছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত মােতাবেক প্রত্যেকটি সিএনজি চালিত থ্রি- হুইলার মাত্র ২ জন যাত্রীবহন করার অনুমতি দেওয়া হয়েছে। অথচ এই যানবাহনে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে তােয়াক্কা না করে নিয়মিত ৫ থেকে ৬ জন যাত্রী নিয়ে বিনা বাঁধায় সড়ক মহাসড়কে নিষিদ্ধ ঘােষিত সিএনজি চালিত থ্রি- হুইলার ও ব্যাটারী চালিত ইজিবাইক অতিরিক্ত যাত্রী বহন করে বেপরায়ােভাবে চলাচল করছে। 

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কয়েকবার যােগাযােগ করে অবগত করানোর পরও কােন প্রকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার কারণে জেলায় করােনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়াসহ জেলার সড়ক মহাসড়কে মারাত্মক দূর্ঘটনাসহ জান-মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 
এক বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক মােহাম্মদ হানিফ বলেন, দীর্ঘ ৬৭ দিন গণপরিবহন বন্ধ থাকার পর গত ১ জুন হতে আমরা আমাদের জেলা থেকে লােকালসহ ১০টি রােডে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন সেবা দেওয়া শুরু করি।

সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করায় আমরা অর্ধেক যাত্রী বহন করেই যাত্রী পরিবহন করতে সম্মত হই। কিন্তুর জেলার সিএনজি চালিত থ্রি- হুইলার এবং ব্যাটারী চালিত অটােরিকসাসমূহ অপেক্ষাকৃত কম ভাড়া বিনিময় ক্ষমতার বেশি যাত্রী নিয়ে সড়ক মহাসড়কে বেপরােয়াভাবে চলাচল করছে। জেলায় করােনা ভাইরাস সংক্রমণ রােধ করতে অবিলম্বে ঐসব যানবাহনকে সরকারি নির্দেশনা মেনে যাত্রী পরিবহন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। এছাড়া জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।       
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com