সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সফল জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত সচিব মো. আবদুল মান্নান’র সহধর্মিণী কামরুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন কামরুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ জুন কোভিড-১৯ আক্রান্ত স্বাস্থ্য বিভাগের সচিব মোঃ আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহারকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেছিলেন। শনিবার রাতে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply