স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৬০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৩৩ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ৫৯৫ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৬০ জন করোনা সনাক্ত হয়েছে। ৬০ জনের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, আখাউড়ায় ৮ জন, নাসিরনগরে ৬ জন, কসবায় ১২ জন, নবীনগরে ৩ জন, আশুগঞ্জে ১ জন ও বাঞ্ছারামপুরে ৩ জন।
আজ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৭৩৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৫ জন ও মারা গেছে ৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭৫ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন, আইসোলেশনে আছেন ৫৪৪ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৮৭৯৭ জনের ও ফলাফল পাওয়া গেছে ৬৯৬১ জনের।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply