স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে টাকার জন্য ছেলের হাতে হুমায়ুন কবির (৭৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
আজ মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার পাড়াতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রাজিব (৩২) তার বাবার কাছে এক হাজার টাকা চাই। এসময় তার বাবা হুমায়ুন কবির ছেলেকে দেড়শত টাকা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব তার বাবাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে হুমায়ুন কবিরের মাথায় দা এর কুপের আঘাতে মারা যান।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে নিহতের ছেলে রাজিব পলাতক রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply