স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হলেন বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সমবায়বান্ধব ব্যক্তিত্ব চৌধুরী আফজাল হোসেন নিসার।
আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী তিন মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply