স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৭৯ জন ও মারা গেছেন ২৯ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ১৭৩ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৪ জন করোনা সনাক্ত হয়েছে। ৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, নবীনগরে ১১ জন, কসবায় ৪ জন, আখাউড়ায় ৪ জন, আশুগঞ্জে ৩ জন, বিজয়নগরে ২ জন ও সরাইলে ২ জন।
এদিকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ৫৯০ জন, আখাউড়া ১৫৯ জন, বিজয়নগরে ৫৭ জন, নাসিরনগরে ৭৭ জন, বাঞ্ছারামপুরে ১৪৩ জন, নবীনগরে ২০২ জন, সরাইলে ১০৬ জন, আশুগঞ্জে ১৩১ জন ও কসবায় ২২০ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply