স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় শাহজাহান আল মাহমুদ (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সে বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক।
রবিবার (২৬ জুলাই) বিকেল আড়াইটায় ঢাকা সিলেট মহাসড়কের সরাইল কোট্টাপাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা সদর দলিল লেখক সমিতির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান আল মাহমুদ সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে যান। দুপুরে কাজ শেষ করে পূনরায় বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকায় বেলা আড়াইটায় সিলেটগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুকালে স্ত্রী সন্তান, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশ ও সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক খোকন, বিজয়নগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াদুল হক বাবু। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply