মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎ পিষ্ট হয়ে দাদা নাতীর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ও আজ সকাল ১০ আগষ্ট ২০২০ রোজ সোমবার সকাল ৭ ঘটিকার সময় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ ইকবাল মিয়ার ছেলে বায়েজীদ মিয়া (৫) কে গতকাল বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার সকাল ৭ ঘটিকার সময় বায়েজীদের দাদা সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন আহমেদ বাজারে বসে নাস্তা খাচ্ছিল। এ সময় ২/১ জন বাচ্চা দৌড়ে এসে বায়েজীদের দাদাকে জানায়, তাদের দোকান ঘরে বায়েজীদের লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে দাদা কফিল উদ্দিন (৬৫) দৌড়ে গিয়ে নাতীকে উদ্ধার করতে চাইলে তিনিও বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। দাদা নাতীর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পরে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply