স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলা নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আজম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলেজপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। সে বোরকা পড়া অবস্থায় ছিলো। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply