স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সংবাদ প্রকাশের এক সপ্তাহের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাতের নির্দেশে রাস্তার মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের রাস্তার মাঝখান থেকে খুঁটিটি সড়িয়ে নেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাথে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিকল্প সংযোগ সড়ক বিজয়নগর উপজেলার জনগুরুত্বপূর্ণ হরষপুর – মির্জাপুর সড়কের হরষপুর খেয়াঘাট বাজারে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটির কারণে গত ২০ বছর ধরে যানবাহনও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে করে প্রায় প্রতিনিয়তই ছোটবড় দূর্ঘটনার কবলে পড়েন পথচারী ও যানবাহন।
গত এক সপ্তাহ আগে স্থানীয় সংবাদমাধ্যমে জনদূর্ভোগ লাগবে সড়কের উপর থেকে খুঁটি স্থানান্তরের জন্য সংবাদ প্রকাশ করা হলে সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাতের নজরে আসে। পরে তিনি জনদূর্ভোগ লাগবে জনস্বার্থে খুঁটিটি সরাতে পল্লী বিদ্যুত সমিতিকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত বলেন,জনগুরুত্বপূর্ণ এই সমস্যাটি আমার নজরে আনায় প্রথমেই সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই। জনদূর্ভোগের এই বিষয়টি জানার পর পল্লীবিদ্যুৎ সমিতির বিজয়নগর সাবজোনাল অফিসের এজিএম সোহানুল ইসলামকে বৈদ্যুতিক খুঁটিটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলার পর আজ রবিবার রাস্তার মাঝখান থেকে খুঁটিটি সরিয়ে রাস্তার দুইতিন ফুট দূরে খুঁটিটি পূণঃস্থাপন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply