স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় করোানাভাইরাস সংক্রমণ রোধে গৃহীত কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনাররের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খঁান । মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার এনডিসি এ বি এম আজাদ বলেন,করোনা ভাইরাস সংক্রামণ রোধে জনগণকে আরো সচেতন হতে হবে । আরো বেশি বেশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে । তিনি বলেন,স্থানীয় সরকার,এনজিও, জন প্রতিনিধি,সচেতন নাগরিকদেও নিয়ে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করতে হবে । এসব উদ্যোগ যথাযথ ভাবে কার্যকর করতে পারলে আমরা করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব ।
তিনি আরো বলেন বেসরকারি হাসপাতাল গুলিকে সরকারি নিয়মনীতি মেনে চলতে বাধ্য করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের জন্য আমার সহযোগিতা পাবেন। এ সময় বক্তব্য রাখেন জেলার সিভিলসার্জেন ডাঃ একরাম উল্লাহ ,জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল- –মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্তিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply